মিরপুরের উইকেট নিয়ে সাকিবের পুরনো কথা আওড়ালেন লিটন

মিরপুরের উইকেট নিয়ে সাকিবের পুরনো কথা আওড়ালেন লিটন

 ক্রীড়া ডেস্ক

মিরপুরের উইকেট নিয়ে সাকিব আল হাসানের পুরনো কথাই নতুন করে বললেন লিটন দাস। ২০২১ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর পর বাংলাদেশি অলরাউন্ডার বলেছিলেন, ‘মিরপুরে কোনো ব্যাটার ১০-১৫ ম্যাচ খেললে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে।’
সাকিবের ‍সুরেই আজ কথা বললেন লিটন। তার মতে, ব্যাটার হিসেবে মিরপুরে খেলে অনেক ক্রিকেটারেরই ক্যারিয়ার ডাউন হয়ে গেছে।

আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি একমত। ব্যাটার হিসেবে (এখানে খেলে) অনেক প্লেয়ারেরই ক্যারিয়ার অনেকটা ডাউন হয়ে গেছে। যদি বোলার হতাম, হয়তো বা আমার ক্যারিয়ারটা একটু উন্নতি হতো ওখানে, ওই উইকেটে খেলে। অবশ্যই বাংলাদেশ দল ওখানে উন্নতি করেছে, সিরিজ জিতেছে, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট।
কিন্তু একই সময়, ব্যাটারদের জন্য একটু খারাপ ছিল।’ 

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে লিটন বলেছেন, ‘এই সিরিজটা মোটেও সহজ হবে না। তাদের দলে রহস্য স্পিনার আছে, যারা ভালো বল করতে পারে। আমাদের জন্য চ্যালেঞ্জ থাকবেই।

মিরপুরে সব সময় চ্যালেঞ্জিং হয়। একসঙ্গে ভালো ক্রিকেট খেলতে হয়, এই চ্যালেঞ্জ নিয়েই নামতে হবে।’ 

নিজের ব্যাটিং নিয়ে লিটন বলেছেন, ‘গত দশ বছর ধরেই তো এভাবে খেলছি। আর কত সেট হব! পারফর্ম করতে পারছি না—এটিই আসল কথা। ধারাবাহিকভাবে পারফর্ম করার চেষ্টা করছি।

অনুশীলনে কোনো ঘাটতি ছিল না, ভবিষ্যতেও থাকবে না।’ 

inside-post
আরো দেখুন