বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার খবর কী?

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার খবর কী?

 অনলাইন ডেস্ক

বিশ্বের ১২৭টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। শুক্রবার সকাল ৯টা ৫০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা লাহোর শহরের বায়ুর মান ১৫৬, যা অস্বাস্থ্যকর মানদণ্ডে পড়ে।
এ ছাড়া ১৪৫ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ইরাকের বাগদাদ।

১৪৪ স্কোরে ভারতের দিল্লি তৃতীয় অবস্থানে উঠে আসে। তালিকায় ১২৯ স্কোরে চতুর্থ অবস্থানে থাকা রাজধানী ঢাকাসহ বাগদাদ ও দিল্লির বাতাসে মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। পঞ্চম অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা। ১২৬ স্কোরে এই শহরের বাতাসও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। 

inside-post
আরো দেখুন